এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সোহেল রানা (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ১০ টায় বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ এ আদেশ দেন। সারওয়ার মোর্শেদ জানান, বথপালিগাঁ গ্রামের আহসান আলীর ছেলে সোহেল রানা সার্টিফিকেট ছাড়াই নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে পৌর শহরের কলেজ বাজারে ঔষুধের দোকান খুলে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে তাকে তিন মাসের জেল দেওয়া হয়েছে। চিকিৎসাকার্যে ব্যবহৃত যাবতীয় মালপত্র জব্দ করা হয়েছে।