নাইজেরিয়ায় দুই আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির মাইদুগুরি শহরে এই বোমা হামলা চালানো হয়।

দেশটির স্থানীয় সময় ভোর ৭টায় বাকাশি এলাকায় বাসস্থান হারানো মানুষের জন্য তৈরি এক শিবিরে বোমা বিস্ফোরণ হয়। এর কিছু সময় পর একটি বাসস্টেন্ডে বোমা বিস্ফোরিত হয়।

দেশটির সামরিক বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।

সরকারের জরুরি সেবা বিভাগ বেশ কিছু মৃতদেহ ঐ দুই স্থান থেকে নিয়ে গেছে। কিন্তু নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা।

LEAVE A REPLY