নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। এই দল সবসময় নির্বাচনমুখী।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান যখন জেলে ছিলেন তখনও পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। পার্টির চেয়ারম্যান জেল থেকেই নির্বাচন করেছেন, সর্বোচ্চ আসনে জিতেছেনও।

রাজধানীর নতুন বাজারে শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হাওলাদার বলেন, নব্বইয়ের পর যখন জাতীয় পার্টিকে ছিন্ন-বিছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও আমরা নির্বাচনে অংশ নিয়ে ৩৫টি আসনে জয়লাভ করেছিলাম। যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।

তিনি নেতা-কর্মীদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

ভাটারা থানা জাতীয় পার্টির নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি।

বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান নাঈম, কাজী আবুল খায়ের, রফিকুল ইসলাম রফিক, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম সরদার, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ

LEAVE A REPLY