ঢাকা: রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালের শৌচাগারে নারীর ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সকালে ওই যুবককে আটক করা হয়।
চিকিৎসা করাতে ওই নারী সকালে পপুলার হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের চিকিৎসক তাঁকে মূত্র পরীক্ষার কথা বলেন। এর পর হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে একটি টিউব নিয়ে শৌচাগারে যান ওই নারী।
শৌচাগারের ভেতর থেকে বের হয়ে হাসপাতালের স্টাফদের কাছে ওই নারী অভিযোগ করেন, এক যুবক মুঠোফোনে তাঁর ছবি বা ভিডিও ধারণ করেছে। এমন অভিযোগ পেয়ে হাসপাতালের স্টাফরা ওই যুবককে ধরেনিয়ে যান ধানমণ্ডি থানায়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনাটি নিশ্চিৎ করে বলেন, প্রাথমিকভাবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ওই নারী এখনো লিখিত অভিযোগ করেননি। আটক ব্যক্তি পপুলারের কোনো কর্মী কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।