আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। তবে সব আলোচনা অবসান ঘটিয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি রাজনীতিতে সক্রিয় নই।’
ফেসবুকে তিনি লিখেছেন, আপনাদের মন্তব্য এবং গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকের ধারণা সদ্য অনুষ্ঠিত আওয়ামী লীগ কাউন্সিলে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে।
এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এও প্রচারিত হয়েছে যে আমি দেশে ফিরেছি কাউন্সিলের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারো কাছে চাই নাই এবং আসাও করি নাই কারণ বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।