কাউকে অবৈধভাবে এক ইঞ্চি রাস্তাও দখলে রাখতে দেব না : সাঈদ খোকন

সোসাইটিনিউজ ডেস্ক:
কাউকে অবৈধভাবে এক ইঞ্চি রাস্তাও দখলে রাখতে দেব না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেছেন, ফুটপাতে যারা দোকানদার-হকার আছেন, এখানে তাঁদের রুটি-রুজির ব্যাপার রয়েছে। তবে তাদের বারবার আহ্বান জানিয়েছি, পথচারীদের হাঁটার ব্যবস্থা করে দিয়ে ব্যবসা করুন।

গত শনিবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সাংবাদিক ও ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশন হকারদের পুনর্বাসনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কাজ সম্পন্ন হওয়ার পর ফুটপাত মুক্ত হবে।

মেয়র বলেন, এ শহরের ৬০-৬৫ শতাংশ লোক পায়ে হেঁটে গন্তব্যস্থলে যায়। তাদের চলাচল নির্বিঘ্ন করতে আমাদের প্রয়াস চলছে। এ শহরের মানুষের জীবনকে স্তব্ধ করে দেওয়ার অধিকার কারও নেই। শহরে গরিব-দুঃখী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাষ্ট্র। কিন্তু তার মানে এই নয় যা ইচ্ছা তাই করবে, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালাবে, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিবে।

LEAVE A REPLY