জবি অান্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে দর্শন বিভাগের জয়

সাঈদ মাহাদী সেকেন্দার,জবি প্রতিনিধি:
আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে অাজ গ্রুপপর্বের ম্যাচে জবি কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলাতে প্রতিদ্বন্দ্বিতা করে গতবারের চ্যাম্পিয়ন দর্শন বিভাগ বনাম ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ।সকালে অনুষ্ঠিতব্য ম্যাচের প্রথমার্ধে দর্শন বিভাগ প্রতিপক্ষের দূর্গে ভালই চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। তবে তারা কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যার্থ হয়।অন্য দিকে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ প্রথমার্ধে নিশ্চিত গোলের সুযোগ পেনাল্টি মিস করে।ফলে নিশ্চিত খেলায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে।
বিরতির পর কিছুটা চাপে পড়ে গতবারের চ্যাম্পিয়ানেরা তবে খেলা শেষহওয়ার তিন মিনিট পূর্বে ১৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহমুদুর রহমান দোলনের এক দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়ন দর্শন বিভাগ। দলের কোচ সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ বলেন ছাএরা নিয়মিত অনুশীলন করেছে এবং আজ তারা যেভাবে খেলেছে তাতে জয় আমাদের প্রাপ্যছিল।
দলের টিম ম্যানেজার প্রভাষক বেলাল অাহমেদ ভূ্ঁইয়া অনিক বলেন দলের পারফরমেন্সে অামরা অাশাবাদি পরবর্তী ম্যাচে দর্শন বিভাগ তাদের যোগ্যতার প্রমানদিতে সক্ষম হবে।
 

LEAVE A REPLY