ইফতেখার মাহমুদ শাকিল,বরিশাল।। বরিশালে গৌরনদীর বেজাহার এলাকায় সকাল ১১ টায় বরিশালগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৫৭১১) বাস নিয়ন্ত্রন হারিয়ে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অটো চালক রায়হান ওরফে রাহিম নিহত হয়েছেন।এছাড়া অটো রিক্সায় থাকা মা- মেয়ে গুরুতর অাহত হয়েছে বলে জানা গেছে। নিহত রায়হান ওরফে রহিম বেজহার গ্রামের কাঞ্চন মাতুব্বরের ছেলে। আহতরা একই বাড়ীর পুত্রবধু ও মেয়ে।