ইডেন কলেজের কমিটি ঘোষণা শীঘ্রই

ছাত্রলীগের অত্যন্ত প্রভাবশালী ইউনিট হিসেবে পরিচিত ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হচ্ছে।কাল-পরশুর মধ্যেই এই কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এই ইউনিটের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা আভ্যন্তরীন দ্বন্দ কাটিয়ে উঠে দ্রুত নতুন নেতৃত্ব তৈরি হবে।
এর আগের কমিটির সভাপতি শামীম আরা নিপা ও ইশরাত অর্চির আভ্যন্তরিন দ্বন্দের কারণে কমিটি স্থগিত করা হয়েছিল।
এবারের কমিটিতে আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তসলিমা আক্তার,নাসিমা আক্তার, অাঞ্জুমান আরা,জান্নাতারা জান্নাত,

এদের মধ্যে তসলিমা আক্তার ও নাসিমা আক্তার আহ্বায়ক কমিটির শীর্ষ দুজন হবেন বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY