বিনোদন প্রতিবেদক: রুদ্র গ্রামের ছেলে অল্প শিক্ষিত, পরিবারের অবস্থা তেমন ভালনা। তাই বড় লোক হওয়ার জন্য ঢাকা আসে। কিন্তু ঢাকা শহরে তার পরিচিত কেউই নেই। কি করবে কিছুই বুঝে উঠতে পারছেনা। চিন্তিত রুদ্র বাস স্ট্যন্ডে চা এর দোকানে বসে পরিচয় হয় আকাশ ও সোহেলের সাথে। কথার এক পর্যায়ে বুঝা যায় আকাশ, সোহেল ও রুদ্র তিনজনই এসেছে কাজের সন্ধানে। কিন্তু তাদের তিনজনের কারোরই পরিচিত কেউ ঢাকা শহরে নেই। তিন জন মিলে সিদ্ধান্ত নেয় কিছু একটা করবে তারা, যেভাবেই হোক ধনী তাদের হতেই হবে। প্রথম রাতটা কেটে যায় কোন ভাবে। কিন্তু বাসা ছাড়া রাস্তায় রাস্তায় কিভাবে থাকা যায়? তিনজন মিলে সিদ্ধান্ত নেয় বাসা ভাড়া নেওয়ার। তবে ঢাকা শহরে ব্যাচেলরদের বাসা ভাড়া নেওয়া যে এতো কষ্টের তা তাদের জানা ছিলনা। অনেক কষ্টে মিথ্যা বলে বাসা ভাড়া নেয় তারা। বাড়ি ভাড়ার সাথে বাড়ির মালিক শওকত মোল্লা বিভিন্ন শর্ত যুক্ত করে দেন, শর্ত মেনেই তারা বাসা ভাড়া নিয়ে নেয়।
রুদ্র, আকাশ ও সোহেল কাজ না পেয়ে বিভিন্ন ধরনের প্রতারণা শুরু করে। এক পর্যায়ে তাদের প্রতারণার ফাঁদে পড়তে থাকে বাড়ির মালিকের মেয়ে জুই। জুই যখন বুঝতে পারে তাদের তিন জনের মধ্যে জামেলা আছে জুই তাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করে। তবে জুই’র বুঝে উঠার আগেই মন দেয়া নেয়া হয়ে যায় রুদ্রের সাথে। এতো জামেলার মধ্যেও কি জুইকে রুদ্র তার জীবন সঙ্গিনী হিসেবে পাবে ?
প্রিয় খানের রচনা ও মোশারফ হোসেন লিটনের পরিচালনায় এমনি এক মজার গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে টেলিফিল্ম ‘ওরা তিন জন’।
এতে অভিনয় করবেন ফারুক আহমেদ, আজাদ আমিন, পরান, ঝর্ণা, হায়দার আলী সহ আরো অনেকে।