নিউজ ডেস্ক
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে হিলারি ক্লিনটন ও ডুনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াইটা ততই তীব্র হয়ে উঠছে। জনপ্রিয়তার মাপকাঠি একেবারে ছুঁই ছুঁই করছে। জনমত জরিপে হিলারি ক্লিনটনকে প্রায় ছুঁয়ে দিয়েছেন ট্রাম্প। এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্ট শনিবার যে জরিপ প্রকাশ করেছে তাতে হিলারি ও ট্রাম্পের জনপ্রিয়তার পার্থক্য শতকরা মাত্র এ পয়েন্টে।
হিলারিক্লিনটনকে সমর্থন করেছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪৫ ভাগ ভোটার। এতটা প্রখর প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে গত শুক্রবার গোয়েন্দা সংস্থা এফবিআই হিলারি ক্লিনটনের কিছু ইমেইল নিয়ে তথ্য প্রকাশের পর। এফবিআইয়ের এ কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান হয়ে নির্বাচন যখন একেবারে সমাগত তখন একজন প্রার্থীর সম্পর্কে এ ইমেইল প্রকাশের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ডেমোক্রেটরা তো বলেই বসেছেন এফবিআই পরিচালক জেমস বি কমি আইন লঙ্ঘন করেছেন। সে যা-ই হোক, সর্বশেষ ৫টি জনপ্রিয় ও জাতীয় জরিপ ফল নিয়ে গড় ফল প্রকাশ করেছিল সিএনএন-এর পোল অব পোলস। তাতে দেখা যায় হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন শতকরা ৪৭ ভাগ ভোটার। ট্রাম্পকে শতকরা ৪২ ভাগ।
ওদিকে এবিসি/ওয়াশিংটন পোস্ট জরিপ চালায়। তাতে দেখা যায়, প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৬ জনেরও বেশি মনে করেন, হিলারি ক্লিনটন বিষয়ক ইমেইল প্রকাশ পাওয়া বা তা নিয়ে এফবিআইয়ের তদন্তে ভোটে কোনো প্রভাব ফেলবে না। তবে ১০ জনে তিন জন বলেছেন, এ ঘটনায় হিলারির দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে পারেন। ওদিকে ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেটগুলোতে নতুন জরিপ প্রকাশ পেয়েছে। নর্থ ক্যারোলাইনায় জরিপ চালিয়েছে এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল/মারিস্ট ইউনিভার্সিটি। এতে হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৭ ভাগ ভোটার। ট্রাম্পকে শতকরা ৪১ ভাগ। অথচ এ রাজ্যটি ট্রাম্পের অবশ্যই জেতা উচিত।
অক্টোবরের শুরুতে একই জরিপে হিলারির অবস্থান ছিল শতকরা ৪৮ ভাগ। ট্রাম্পের শতকরা ৪৩ ভাগ। এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল/মারিস্ট ইউনিভার্সিটি আরও জরিপ চালিয়েছে ফ্লোরিডায়। সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন হিলারি ও ট্রাম্প। হিলারির সমর্থন সেখানে শতকরা ৪৫ ভাগ। ট্রাম্পের শতকরা ৪৪ ভাগ। অক্টোবরের শুরুতে একই জরিপে হিলারির জনসমর্থন ছিল শতকরা ৪৬ ভাগ। ট্রাম্পের শতকরা ৪৪ ভাগ। ফলে নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় উত্থান বা পতন না থাকলেও হিলারির জনপ্রিয়তা কমেছে শতকরা এক ভাগ। অন্যদিকে ফ্লোরিডায় নিউ ইয়র্ক টাইমস আপশট/সিয়েনা জরিপে দেখা গেছে ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। হিলারিকে শতকরা ৪২ ভাগ।