নিলয় হত্যা মামলায় অভিযোগ পত্র দাখিলের সময় বৃদ্ধি

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার অভিযোগ পত্র দাখিলের জন্য সময় বৃদ্ধি করেছেন আদালত।

মঙ্গলবার (০১ নভেম্বর) মামলার অভিযোগ পত্র দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ অভিযোগ পত্র দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু আগামী ৫ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেয়া হয়।

LEAVE A REPLY