আন্তর্জাতিক ডেস্ক
বাসা খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেকজন পলাতক রয়েছেন।
সোমবার মুম্বাইয়ের অ্যাম্বোলি এলাকায় এ ঘটনা ঘটে।
মুম্বাইয়ে নিজেদের বাসস্থানের ব্যবস্থা করতে বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন এক দম্পতি। শ্যামনগর এলাকায় একটি বাড়ি বিক্রির খবর পেয়ে স্বামীর সঙ্গে বের হয়েছিলেন ওই গৃহবধূ। তাদের সাহায্য করছিলেন এক নারী।
রাতে ওই নারীর বাসাতেই ছিলেন তারা। সেখানেই স্বামীর সামনেই ৮জন মিলে গণধর্ষণ করেন ওই গৃহবধূকে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।