রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে খায়রুল নামে এক অস্ত্র ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র , ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলি সীমান্ত থেকে ভারতে আনা হয়েছে। আটকদের মধ্যে খায়রুল ওরফে শরীফুল নামের ভারতীয় নাগরিকের নাম জানানো হলেও বাকিদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার কো হয়। সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলি বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল।