ক্রীড়া ডেস্কঃ
৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে। বিপিএলের প্রথম দুই আসরে রাজশাহীর দল ‘দুরন্ত রাজশাহী’ নামে অংশগ্রহণ করেছিলো। এক বছর না থাকলেও এবার মোটামুটি মানের দল নিয়ে আবার ফিরেছে ‘রাজশাহী কিংস’ নামে। বিপিএলের সূচনার দিনেই রাজশাহী কিংস মাঠে নামবে আগের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। আসুন দেখে নেই এবারের আসরে কেমন দল গড়েছে রাজশাহী কিংস-
বাংলাদেশের টি-টোয়েন্ট স্পেশালিস্ট সাব্বির রহমান রাজশাহী এবারের আসরে আইকন হিসেবে থাকছেন। তবে অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ড্যারেন স্যামি।
এদিকে সম্প্রতি ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা ১৯ বছরের তরুণ মেহেদী হাসান মিরাজ খেলবেন রাজশাহীর হয়ে। এবারেই প্রথমবারের মতো বিপিএল খেলবেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজে অভিষেক হওয়া মিরাজ ২ টেস্টে ১৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। তাই, বিপিএলে সবার নজর থাকবে এই তরুণের উপর।
এদিকে রাজশাহী কিংসে আছেন জাতীয় দলের মুমিনুল হক, নুরুল হাসান সোহানের মতো প্রতিভাবান ক্রিকেটার। এছাড়া ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার নাজমুল ইসলাম অপু এবং রনি তালুকদার আছেন রাজশাহীতে। অন্যদিকে রবি পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেনের দিকে আলাদা নজর থাকবে সবার।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন বিপিএলের প্রথম হ্যাট্রিক করা বোলার মোহাম্মদ সামি, শ্রীলংকান উপুল থারাঙ্গা, মিলিন্দা সিরিবর্ধনের মতো ক্রিকেটাররা।
এক নজরে চতুর্থ আসরে রাজশাহী কিংস:
দেশি ক্রিকেটার: সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন।
বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।