ক্রীড়া ডেস্কঃ
বিপিএল এর চতুর্থ আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে । ধুম ধারাক্কা ক্রিকেটে মাঠ মাতাবেন দেশি বিদেশি তারকারা। গত দুই আসরের মত এবারও মাঠ মাতাতে আসছে টি টোয়েন্টির হট কেক শহীদ আফ্রিদি।
শহীদ আফ্রিদি গতবার সিলেটের হয়ে খেললেও এবার রংপুরের হয়ে খেলার কথা তার। বৃহস্পতিবার বিকেলেই বাংলাদেশে পৌঁছানোর কথা তার। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে তাকে।
পাকিস্তানের “ট্রিবিউন” পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রংপুর রাইডার্সের কর্মকর্তারা চান আমি ওপেন করি, ব্যাপারটি আমি গভীরভাবে চিন্তা করছি। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আমি অনেক দিন ওপেন করিনি। অনুশীলনে আমার পারফরম্যান্স যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, বিপিএলের উদ্ধোধনী দিনেই মাঠে নামবে রংপুর রাইডার্স, প্রতিপক্ষ খুলনা টাইটানস।