রাজধানীতে শুরু হচ্ছে মালয়েশিয়া এডুকেশন উইক

 

জিনিয়া কবির সুচনা

মালয়েশিয়ায় পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ভিসা রিপাবলিক সেন্টারের আয়োজনে আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী মালয়েশিয়া এডুকেশন উইক। রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় ভিসা রিপাবলিক সেন্টারের অফিসে অনুষ্ঠিতব্য এডুকেশন উইকে মালয়েশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় ইউসিএসআই অংশ নেবে উদ্বোধনী দিন থেকে, থাকবে ১১ নভেম্বর পর্যন্ত।

14958495_603854809793443_1272805856_n

সেগি বিশ্ববিদ্যালয় অংশ নেবে আয়োজনের দ্বিতীয় দিন। থাকবে ১১ নভেম্বর পর্যন্ত। ইন টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অংশ নেবে তৃতীয় দিন অর্থাৎ ১২ নভেম্বর, থাকবে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৪ নভেম্বর সুইনবার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মালয়েশিয়ার সারাওয়াক ক্যাম্পাসের প্রতিনিধি আসবে। টেইলর বিশ্ববিদ্যালয় অংশ নেবে এই আয়োজনের সমাপনী দিন। আয়োজকরা জানিয়েছেন ছাত্রছাত্রীরা স্বনামধন্য এই পাঁচটি ইউনিভার্সিটি প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবে। জানতে পারবে তাদের প্রয়োজনীয় তথ্য। এসব প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থাও আছে বলে আয়োজকরা জানিয়েছেন।

LEAVE A REPLY