জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আমিন উদ্দিনসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় এ রায় দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউ, সাবেক পৌর কাউন্সিলর আসাদুল্লা আসাদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএম বাচ্চু, অভয়নগর থানা ছাত্রদল নেতা হাবিবুর রহমান ও সৈয়দ আলী মিস্ত্রী এবং অভয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মল্লিক।
এসময় মামলার এজাহারভুক্ত ১১ জন আসামির মধ্যে চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।