জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের (জাসদ) মিছিল

জঙ্গি নির্মূল,জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রিয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন । সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জ্যোতি বিকাশ সিকদার, বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাজল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গোপাল রাজবংশী, ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার প্রমুখ ।

বক্তারা বলেন, জঙ্গি বাংলাদেশের একটি ব্যাধিতে পরিণত হয়েছে । এই জঙ্গিরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিনষ্ট করার চক্রান্ত করছে । আর এদের নেতৃত্ব দিচ্ছে বেগম খালেদা জিয়া । বিএনপি নামক সংগঠনটি জঙ্গিবাদের কারখানা এবং বেগম খালেদা জিয়া এর প্রধান পৃষ্ঠপোষক । যার প্রমাণ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আহসান উল্লাহ মাস্টার, এস. এম কিবরিয়া ও নাটোরের মমতাজ এমপি হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, সাংবাদিক বালু ও গোপাল মোহরীকে হত্যা এবং সিরাজগঞ্জে পূর্নিমা রানীকে ধর্ষণের ঘটনা বিএনপি ও জামায়াতের প্রত্যক্ষ মদতে হয়েছিল । ৯৩ দিনের পেট্রোল সন্ত্রাসে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশদাতা এবং গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচারের দাবী জানায় বক্তারা।

LEAVE A REPLY