ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীকে ধর্ষণের অভিযোগে ১১ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার খাজা আবদুর গফুর জানান, হাসপাতালে রোগী যে ধর্ষণ হয়েছে তা তিনি পত্রিকার প্রকাশিত সংবাদ দেখে জানতে পেরেছেন। এই ঘটনায় এখনো তদন্ত কমিটির গঠন করা হয়নি। তবে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, নানা অভিযোগে বিভিন্ন সময় আনসারদের প্রত্যাহার করে নেয়া হয়। ইতোমধ্যে ১১ জন আনসার সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা থেকে এক রোগী চিকিৎসা নিতে এলে ছয় আনসার সদস্য তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় গত বুধবার ধর্ষণের শিকার ঐ বহির্বিভাগে চিকিৎসারত তরুণীটি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে। মামলায় পুলিশ আতিকুর নামে এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে।