প্রযুক্তির ব্যবহার বাড়ছে বিপিএল সম্প্রচারে

ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর দরজায় কড়া নাড়ছে ।বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। দর্শকদের মাঝে বিপিএলের খেলাগুলো সরাসরি তুলে ধরতে বরাবরের মতো আসন্ন বিপিএলের সম্প্রচার স্বত্ব থাকছে চ্যানেল নাইনের কাঁধেই। বিগত আসরগুলোতে নিম্ন মানের সম্প্রচারে অনেক সমালোচনা হওয়ায় এবার প্রশংসা কুঁড়াতে নিজেদের সর্বোচ্চটা দিতে চায় চ্যানেল নাইন কতৃপক্ষ।

চ্যানেল নাইন বিপিএলের চতুর্থ আসরে বাড়াতে যাচ্ছে প্রযুক্তির ব্যবহার সম্প্রচারের মান উন্নয়নের জন্য । বেসরকারি এ টেলিভিশনটির লক্ষ্য যে কোন মূল্যে দর্শকদের প্রশংসার পাত্রে পরিণত হওয়া ও সকলের মন জয় করা।

আসন্ন বিপিএলের খেলাগুলো সম্প্রচারে মাঠের কোন কিছু বাদ না দিয়ে সব ঘটনা তুলে ধরতে টুর্নামেন্ট জুড়ে মোট ২৮ টি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। সেই সাথে প্রথমবারের মতো আল্ট্রা মোশন প্রযুক্তির ব্যবহার ঘটাতে যাচ্ছে চ্যানেল নাইন এই টুর্বামেন্টে। পাশাপাশি পিচ ক্যামেরা, ভার্চুয়াল অ্যানিমেশনের মতো প্রযুক্তি ব্যবহার তো থাকছেই এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো স্টাম্পে ব্যবহার করা হবে এলইডি বেলস (জিং বেলস)।

প্রযুক্তির ব্যবহার শুধু এখানেই থেমে নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো আম্পায়ারদের টুপিতে ম্যাচ চলাকালীন সময়ে ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন কতৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে এ সকল কথা তুলে ধরেন চ্যানেল নাইনের প্রোগ্রাম ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান তানভীর খান।

LEAVE A REPLY