বিএনপির সমাবেশকে সামনে রেখে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে -রিজভী

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে বিএনপির সমাবেশকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়ে হয়রানি করছে ।

তিনি বলেন, আমরা ৭ নভেম্বর বা ৮ নভেম্বরে সমাবেশের অনুমতির জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছি। আশা করি তারা অনুমতি দেবেন। এ ব্যাপারে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে। যেদিনই অনুমতি দিক আমরা সমাবেশ করবো।

বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

রিজভী অভিযোগ করেন, সমাবেশকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, মনির হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY