ওয়াশিংটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেল হত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
গতকাল ৩রা নভেম্বর বৃহস্পতিবার রাত ৮:০০ ঘটিকায় বৃহত্তর
ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মেট্র ওয়াশিংটন সেচ্ছাসেবকলীগ,ভারজিনিয়া সেচ্ছাসেবকলীগ ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে ওয়াশিংটনের স্হানিয় একটি রেস্টুরেন্টে জেল হত্যা দিবস পালন করা হয় ।বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ঘাতক চক্র কারাঅভ্যন্তরে জাতীয় চারনেতাকে নির্মম ভাবে হত্যা করে । এই হত্যাকান্ডের এবার ৪১তম বার্ষিকী । এই বার্ষিকী উপলক্ষে জাতীয় চার নেতার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর বিস্তারিত আলোচনা করা হয় ।মেট্রো ওয়াশিংটন সেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সভাপতি জনাব আমান উল্লাহর সভাপত্তিতে এবং বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলিগ এর সংগ্রামি সভাপতি জনাব দেওয়ান আরশাদ আলী বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন ভারজিনিয়া আওয়ামীলিগ এর সভাপতি জনাব রফিক পারভেজ । অনুস্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধঅপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর জনাব এডভোকেট সাইফুল ইসলাম অমর । অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলিগ এর সহ সভাপতি জনাব জিবক বড়ুয়া , মেট্রো ওয়াশিংটন আওয়ামীলিগ এর আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব দস্তগির জাহাঙ্গীর। ভারজিয়া আওয়ামীলিগ এর সহ সভাপতি জনাব এ এফ এম আনোয়ারুল আজিম , ভারজিয়া আওয়ামীলিগ এর সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আমিনুজ্জামান রন্জু । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলিগ এর সাধারন সম্পাদক জাহিদ হুসেন , যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান , ভারজিনিয়া সেচ্ছাসেবক লীগ এর সভাপতি মুক্তিযাদ্ধা মনসুর আহমেদ , সাধারন সম্পাদক ওসমান খাঁন, মেট্রো ওয়াশিংটন সেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সেতু , বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মীর , কার্যকরি সদস্য রতন নীর ।
সভায় শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার সহ জাতিয় চার নেতার সন্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় । বিশেষ অথিতির বক্তব্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলিগ এর আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব দস্তগির জাহাঙ্গীর জাতিয় চার নেতার সন্মানে ঢাকাতে একটি স্মৃতিসৌধ নির্মান এবং জাতিয় পাঠ্যক্রমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জাতিয় চার নেতার উপর বিশেষ অধ্যায় সংযোজন করার দাবি জানান । প্রধান অথিতির বক্তব্যে ভারজিনিয়া আওয়ামীলিগ এর সভাপতি জনাব রফিক পারভেজ বলেন যারা দেশকে ,জাতিকে নেতৃত্ব শূন্য করতে চায় , যারা দেশকে মেধাশূন্য করতে চায় ! যারা স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায় ! যারা জাতির জনকের হত্যার সাথে জড়িত ! ৩রা আগস্টের নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত ! যারা সর্বশেষ ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত ! যারা জাতির জনকের মর্মান্তিক শাহাদৎ বার্ষিকীতে মিথ্যা জন্মদিনের কেক কেটে রক্তের হোলি খেলায় মেতে উঠে ! তাদের সাথে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ত্বদানকারী শক্তি কিভাবে এক টেবিলে বসে ? সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার সহ জাতিয় চার নেতার এবং শহিদ মুক্তিযাদ্ধা ও গনতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতা কর্মির রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন ভারজিয়া সেচ্ছাসেবকলীগ এর সাধারন সম্পাদক জনাব ওসমান খাঁন।
সর্বশেষে রাতের খাবার পরিবেশনার মাধ্যমে সভার সমাপ্তি
হয় ।

LEAVE A REPLY