ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার রসরাজকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার রাতে ওই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার দেখাল পুলিশ।
গ্রেফতার রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলাকারীদের প্রায় সবাই এসেছে সদরের বাইরে থেকে। ৭-৮টি ট্রাকে এসে তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে অংশ নেয়। এমন তথ্য দিয়েছেন স্থানীয় হিন্দু-মুসলিম নেতারা। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন তদন্তদল।
এদিকে নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় ওসি আবদুল কাদেরকে প্রত্যাহার করা হলেও তিনি এলাকা ছাড়েননি। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর তিনি নাসিরনগরে সক্রিয় ছিলেন। এখনও তার দায়িত্বও কাউকে বুঝিয়ে দেননি। এমনকি পুলিশের তদন্ত দলের সঙ্গেও তাকে ঘুরতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।