সোসাইটিনিউজ ডেস্ক: ২০ নভেম্বর’২০১৬ থেকে সারা দেশে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১ লক্ষ ৬১ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৪২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রাথমিক স্তরের এ পাবলিক পরীক্ষা সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস ইতিমধ্যে তাদের সকল প্রকার প্রস্তুতি নিয়ে কাজ করে চলেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর পাহাড়তলী থানা থেকে ৪২৫ জন, বন্দর থেকে ৩৯৪ জন, পাঁচলাইশ থেকে ৮৮৮ জন,চাঁন্দগাও থেকে ৬৯৪ জন, কোতোয়ালী থেকে ২০৪ জন শিক্ষার্থী অংগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মমর্তা নাসরীন সুলতানা বলেন, চট্টগ্রাম জেলা, উপজেলা ও থানা পর্যায়ে ইউএনও কে পরীক্ষা কমিটির সভাপতি করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য শক্তিশালী পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো জানান, শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।