নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও উপাসনালয়ে হামলার ছয় দিন পর স্থানীয় একটি মসজিদ থেকে দুটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মূর্তি উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন। বিতুই গ্রামের মসজিদে মূর্তি দুটি রাখা ছিল।
পুলিশের ধারনা, গত ৩০ অক্টোবর মন্দিরে হামলা চালিয়ে মূর্তিগুলো চুরি করা হয়েছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তুলে সেদিন পাঁচটি মন্দির ও কয়েকটি হিন্দু পাড়ায় সংঘবদ্ধভাবে ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।