নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতকসহ আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় ঘাতককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম শিহাব এবং বাড়ি রাজশাহী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, যাত্রীবেশি এক যুবক বর্হিরগমন দুই নাম্বার গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দেন। এক পর্যায়ে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করেন। এসময় পুলিশ ওই যুবককে গুলি করে আহত করে। পরে তাকে উদ্ধার করে কর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনায় আহত অপর আনসার সদস্য জিয়াউর ও হামলাকারী শিহাবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আরেকজন পুলিশ সদস্যকে ঢাকা সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে। আর আহত চারজনকে কুর্মিহাটোলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই আলমগীর।