রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ‘পাঁচ জেএমবিসহ’ আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। হত্যা মামলায় আটজনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
রবিবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক ও রেজাউল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউস সাদিক জানান, ব্লগার, মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে জঙ্গিরা।
আটজনের মধ্যে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ, আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের রহমতুল্লাহ কারাগারে আছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও হত্যার মুল পরিকল্পনাকারী শরিফুল ইসলাম পলাতক আছে। অপর তিনজন জঙ্গি খাইরুল ইসলাম বাধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও ওসমান আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।