সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী প্ররোচনা চক্রের এক সদস্য গ্রেফতার

রাজধানীতে ফেসবুক এ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী প্ররোচনা দেয়া চক্রের এক সদস্য গ্রেফতার । গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহরাব হোসেন ভুইয়া(১৯)।

গতকাল সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীতে ফেসবুক এ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী প্ররোচনা দেয়া চক্রের এক সদস্য গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

এ সময় তাঁর কাছ থেকে ফেসবুক পরিচালনা করার কাজে ব্যবহৃত সিম ও মোবাইল উদ্ধার করা হয় এবং ফেসবুক আইডি এবং অনেক গুগল আইডি জব্দ করা হয়।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টীম কয়েকদিন ধরে পরিচালিত অনলাইন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উক্ত চক্রের সন্ধান পায় ও উক্ত চক্রের একজনকে গ্রেফতার করতে ও উপরোক্ত ডিভাইস উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত জানায়, সে shawon bhuiya নামক ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের দেশ বিরোধী, জঙ্গি বাদের সমর্থনে এবং সাম্প্রদায়িক প্রচারনা চালাত। তাঁর এই কাজ একটা চক্রের মাধ্যমে সম্পাদিত হতো। সে অনিমেষ রায়, নয়ন চ্যাটার্জি, রুশো করিম, হাবিব ও তানভির সহ অনেকের সাথে যোগসাজশে এ ধরনের অনলাইন ভিত্তিক অপকর্ম করত।

উক্ত আসামী বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এ মামলা রুজু করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলিমুজ্জামান এর সার্বিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব আ. ফ. ম. আল কিবরিয়া এর তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়া মনিটরিং টীমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়।

সুত্রঃ ডিএমপি

LEAVE A REPLY