জাবিতে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে `Self-Assessment Improvement Plan for department of physics’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। রবিবার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে পদার্থবিজ্ঞান বিভাগের গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শিক্ষকসুলভ আচরণ শেখার জন্য শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় তিনি শিক্ষা ও গবেষণায় আইকিউএসি’র ভূমিকার প্রশংসা করেন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার প্রমুখ।

LEAVE A REPLY