নিজস্ব প্রতিনিধি, জাবি:
জুলফিকার রবিনকে সভাপতি ও হাসানুজ্জামিল মেহেদীকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাহিত্য সংগঠন চিরকুটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার চিরকুটের এক অনুষ্ঠানে বিগত কমিটির সম্পাদক আনজুন সানি ২০১৬-১৭ বর্ষের জন্য এ কমিটি ঘোষণা করেন। এতে চিরকুটের প্রধান উপদেষ্টা মনোনিত হন কবি শামীম রেজা। এর আগে রবিবার রাতে চিরকুটের আয়োজনে অনুষ্ঠিত হয় জোসনায় কবি ও কবিতা’ শীর্ষক অনুষ্ঠান। উড়–ক উড়–ক তারা হৃদয়ের শব্দহীন জোৎস্নার ভিতর এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি খালেদ হোসইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা। কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, জাহাঙ্গীরনগর কবিতার জন্য খুবই সুন্দর জায়গা। যেখানে আমরা আমাদের অতীতকে ভুলে গিয়ে গ্রাম থেকে শহরে এসে নাগরিক কবি হওয়ার চেষ্টায় লিপ্ত সেখানে জাহাঙ্গীরনগরে কবিতার টোন সম্পূর্ণ আলাদা।
অনুষ্ঠানে কবি খালেদ হোসাইন বলেন, দীর্ঘক্ষণ ধরে একসাথে এত কবিতা শোনা এক বিরাট অভিজ্ঞতা। আমি সাহিত্য সংগঠন চিরকুটের সাথে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি তসলিম হাসান। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদ রেজা, কবি মজিদ মাহমুদ, শামীম রেজা, ফরিদ কবির, মাসুদুজ্জামান, চঞ্চল আশরাফ প্রমুখ।