ব্রিটেনে কারাগারে দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মধ্য ইংল্যান্ডের বেডফোর্ডের একটি কারাগারে রোববার দাঙ্গার সৃষ্টি হয়। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ পরে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারারক্ষীদের একটি সংগঠন যুক্তরাজ্যের কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষের হুঁশিয়ারি করার কয়েক দিন পর এ দাঙ্গা লাগে।

বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার বিকেল ৫ টার কিছুক্ষণ আগে কারাগারে এ দাঙ্গার সৃষ্টি হয়। এরপর পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীকে কারাগারে তলব করা হয়।

ঘটনার ছয় ঘন্টা পর কারাগারের এক মুখপাত্র জানান, কারা কর্মকর্তা ও জরুরী সংস্থার সদস্যরা সফলভাবে সমস্যার সমাধান করতে পেরেছেন।

তিনি বলেন, ঘটনা তদন্ত করা হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি পেতে হবে ও আরো বেশিদিন কারাগারে থাকতে হবে।
গোলযোগের সময় কারা কর্মকর্তা সমিতির (পিওএ) সাধারণ সম্পাদক স্টিভ গিলান বলেন, কমপক্ষে ২শ’ কয়েদি দাঙ্গায় অংশ নেয়।

তিনি বলেন, দাঙ্গার সময় সেখানে কর্মরত কারা কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ফলে বিপুল সংখ্যাক কয়েদি কারাকক্ষের বাইরে বেরিয়ে আসে। তবে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই কয়েদি সামান্য আঘাত পেয়েছেন। তবে কারা কর্মকর্তারা অক্ষত আছেন।

LEAVE A REPLY