বিনোদন ডেস্ক:
মডেলিং দুনিয়া এবং ইন্টারনেটে ঝড় তুলেছেন চীনের ওয়াং ডেশান। কারণ পৃথিবীর সবচেয়ে সুদর্শন দাদু মডেল তিনি।
জীবনের অর্ধেক সময়ের অভিজ্ঞতাকে পার করে, ওয়াং মডেলিংয়ে যোগদান করেন গত বছর। একজন ৮০ বছর বয়সী মানুষ হয়েও তিনি নিজেই তার বয়সকে তুচ্ছ জ্ঞান করছেন যা সত্যি আপনাকে ভাবাবে।
তবে এই অদম্য বহিঃপ্রকাশের পিছনে অনেক কষ্ট এবং ঘাম রয়েছে। এই মানুষটি প্রতিদিন ৩ ঘণ্টা কাজ করেন। নিয়মিত আধা মাইল সাঁতার কাটেন এবং অ্যালকোহল গ্রহণের মাত্রা কমিয়ে ফেলেছেন। ওয়াং বলেন, আমি খাবার নিয়ে বেশি বাছি না। যা খেতে ইচ্ছা করে তাই খাই।
ওয়াং বেইজিংয়ের একটি ফ্যাশন স্কুলে মডেলিং শেখাতেন। সেখান থেকেই তার র্যাম্পে আবির্ভাব। তবে এই সাদা চুলের মানুষটি কিন্তু এখন যথেষ্ট স্বাস্থ্যবান।
সোশ্যাল মিডিয়াতে তাকে এখন বলা হয় হটেস্ট গ্রান্ডফা। কেন নয়? এই ৮০ বছর বয়সে তিনি তার যে শারীরিক গঠন ধরে রেখেছেন তা কজনেই বা পারে।
দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে বয়স নিয়ে জিজ্ঞাসা করলে ওয়াং বলেন, এটি আসলে বয়সের ব্যাপার নয়। প্রকৃতি বয়স নির্ধারণ করে কিন্তু আপনি আপনার মনের অবস্থাকে নির্ধারণ করেন।