বিপিএল এর দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ঢাকা ডায়নামাইটস। ফলে শুরুতে ব্যাট করতে নামবে হচ্ছে বরিশাল বুলসকে।
সবচেয়ে বেশি তারকা সমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটসে রয়েছেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে। দেশের অন্যতম সেরা দুই অলরাউন্ডার নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনও রয়েছেন। ক্যারিবীয় বিস্ফোরক ক্রিকেটার এভিন লুইস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারও আছেন এই দলে। এছাড়া দলে আছেন মোহাম্মদ শহীদ, ওয়েইন পারনেল ও রবি বোপারাও।
অন্য দিকে বরিশালের এবারের পেস আক্রমণ যে কোনও দলকেই ঈর্ষায় ফেলবে। আল আমিন হোসেন, আবু হায়দার, কামরুল ইসলাম, থিসারা পেরেরা, কার্লোস ব্রাফেট, রায়াদ এমরিতের মতো পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন দলটিতে। সে তুলনায় স্পিনে একটু ঘাটতি আছে দলে। শুধু তাইজুল ইসলাম, দিলশান মুনাবীরা ও মোহাম্মদ নওয়াজই আছেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে। ব্যাটিংয়ে অধিনায়ক মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান ও জশুয়া কবই তাদের ভরসা।