ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ!

চলছে অামেরিকার নির্বাচন। এই নির্বাচনটি শুধু আমেরিকাবাসির জন্য নয় বরং গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।নির্বাচনে ডেমোক্রাট পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন অার রিপাবলিকানের প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প।

এই নির্বাচনে হিলারি তুলনামুলক এগিয়ে থাকলেও ট্রাম্পেরও জেতার সম্ভাবনা কম নয়। তবে হিলারি নির্বাচিত হলে বিশ্ববাসি যতটা সুখে থাকতে পারবে,ট্রাম্প হলে তা হবেনা। ইতোমধ্যে তার ঔদ্ধত্যপূর্ণ অাচরণ গোটা বিশ্বকে হতাশ করেছে।

বিশ্ববাসী মনে করছে ট্রাম্পের নারীবিদ্বেসী মনোভাব,রাগ এবং উদ্ভট আচরণের কারণে গোটা বিশ্বকেই খুব চাপে থাকতে হবে। বিশেষ করে গোটা বিশ্বকে তিনি হাতের মুঠোয় নিয়ে আসতে চাইবেন যার কারণে একধরণের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। নির্বাচনে জয়ী না হলে ফলাফল মেনে নেয়া নিয়ে ট্রাম্পের কিছুটা রহস্য রেখে দেয়ার প্রেক্ষাপটে হিলারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে দেশ পিছিয়ে পড়বে। আমেরিকা বিশ্ব সম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে, হিলারি ক্লিনটন জিতলে আমেরিকা বিশ্বে আরো অগ্রসর হবে। একারণে হিলারিরই জয়ী হওয়া উচিত।

LEAVE A REPLY