ঢাকা ডায়নামাইটসের সামনে ১৪৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট

ঢাকা ডায়নামাইটসকে ১৪৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বরিশাল বুলস।

বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশাল বুলসকে ব্যাট করতে পাঠায় ঢাকার দলপতি সাকিব আল হাসান।

বরিশালের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন শামসুর রহমান এবং দিলশান মুনাবেরা।

তবে ম্যাচের তৃতীয় ওভারেই বরিশাল শিবিরে আঘাত হানেন ঢাকার মোহাম্মদ শহীদ। স্লিপে দাঁড়ানো মেহেদি মারুফের হাতে ধরা পড়ার আগে শামসুর রহমান করেন ১০ বলে ৬ রান।

এরপর বরিশালের দ্বিতীয় উইকেট তুলে নেন অ্যান্ড্রু রাসেল। মুনবেরার উঠিয়ে দেয়া বল দুর্দান্ত এক ফড়িং লাফে তালুবন্দী করেন নাসির। ১৫ বলে ১২ রান করে ফিরেন তিনি।

ম্যাচের অষ্টম ওভারে বল হাতে আঘাত হানেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ বলে ১৬ রান করা দাউদ মালানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এরপর ক্যাপ্টেন মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেধে দলকে বড় স্কোর গড়তে কাজ করে যাচ্ছেন শাহরিয়ার নাফিস।

এ ধারাবাহিকতায় ৭ চার আর ২ ছয় হাঁকিয়ে দ্রুতই নিজের অর্ধশতকে তুলে নেন নাফিস। অবশ্য অর্ধশতকের পর আর তাকে সুযোগ দিতে নারাজ ছিলেন শহীদ। সরাসরি বোল্ড করে ৩৪ বলে ৫৫ রান করা নাফিসকে সাজঘরে ফেরান তিনি।

পরবর্তী উইকেট হিসেবে প্যঅভিলিয়নে ফেরার তালিকায় থিসেরা পেরেরাকে যুক্ত করেন রবি ভোপারা। ভোপারার বলে ক্যাচ দেয়ার আগে ৬ বলে ৩ রান করেন পেরেরা।

বরিশালের শেষ উইকেট হিসেবে আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন রায়াদ ইমরিত। ২ বলে ১ রান করে শহীদের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপর মেহেদী হাসানকে সঙ্গী করে দলকে সম্মানজনক স্কোর গড়ার কাজ করেন অধিনায়ক মুশফিক। ৩৬ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। আর তার সঙ্গী মেহেদী করেন ২ বলে ২ রান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাতটায়। দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

গতবার সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে আর মুশফিক ছিলেন সিলেট সুপারস্টারসে। এবার দল পাল্টে তারকা সমৃদ্ধ ঢাকায় নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর মুশফিক নাম লেখান বরিশালে।

LEAVE A REPLY