বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকাল থেকে জলকামান ও সাজোয়া যান নিয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সামনে রেখে পুলিশ কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, অন্যান্য দিনের তুলনায় কার্যালয়ের সামনে সকাল থেকে বাড়তি পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, আজকে আমাদের গণজমায়েতের মতো কোনো কর্মসূচি নেই। তারপরও পুলিশের এ ধরনের উপস্থিতি নজিরবিহীন।
শায়রুল কবির আরও বলেন, ইতিমধ্যে উদ্ভুত পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এজন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যলয়ে ভেতরে অবস্থান করছেন।
কার্যালয়ের কলাপসিবল গেইট খোলা থাকলেও গণমাধ্যমের কর্মী ছাড়া পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছে না।
এদিকে পুলিশকে সকাল পৌনে ১০টার দিকে কার্যালয়ের সামনে থেকে মেঘলা ও মনি নামে মহিলা দলের দুই কর্মীকে ধরে নিয়ে যেতে দেখা যায়।