বাংলাদেশ পোশাক প্রস্তুুতকারী ও রপ্তানিকারক সংগঠনের (বিজিএমইএ) ১৮ তলা অবৈধ ভবন গুড়িয়ে ফেলার হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ পেয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এই রায় প্রকাশ করা হলো। রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার সাব্বির ফয়েজ।
উল্লেখ্য, গত ২ মে আপিল বিভাগ বিজিএমইএ’র লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখে। হাইকোর্ট বিভাগ ৯০ দিনের মধ্যে এই ভবন ভেঙ্গে গুড়িয়ে দিতে বলেছিল। রায়ে আদালত বলেছিল, হাতিরঝিল প্রকল্পের সৌন্দর্যকে বিনষ্ট করতে অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হয়েছে।