যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদের ভোট চূড়ান্ত পর্ব মাঝরাতেই শুরু

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদের ভোট পর্ব শুরু হয়ে গেছে সোমবার মাঝরাতেই। ট্র্যাডিশনাল মিডনাইট পোল নামেই খ্যাত এই ভোটে জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ-এর বাসিন্দারা মধ্যরাতে ভোট দিলেন তাদের পছন্দের প্রার্থীকে। বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ২ ভোটে হারিয়ে দেন ডেমোক্রেটিক প্রার্থী।

ডিক্সভিল নচের ৮টি ভোটের মধ্যে হিলারি পেলেন ৪টি ভোট, ডোনাল্ড ট্রাম্প পেলেন ২টি ভোট, লিবার্টেরিয়ান প্রার্থী গ্যারি জনসন পেলেন ১টি ভোট এবং মিট রোমনি পেলেন একটি ভোট।

যেহেতু এই গ্রামটির জনসংখ্যা ১০০-র কম, তাই নিউ হ্যাম্পশায়ারের বিশেষ নিয়ম অনুযায়ী মধ্যরাত থেকেই এখানকার বাসিন্দারা ভোট দিতে পারেন। ১৯৬০ সাল থেকে চালু এই নিয়ম।

১৯৬০ সাল থেকে রিপাবলিকান প্রার্থীকেই ভোট দিয়ে এসেছে ডিক্সভিল নচ। ব্যতিক্রম ছিল ২০০৮ সাল, যখন ওবামার পক্ষে যায় এখানকার ভোট। ২০১২ সালে ওবামা এবং মিট রোমনি সমান ভোট পান এখান থেকে।

ডিক্সভিল নচ ছাড়াও মঙ্গলবার ভোট দিয়েছে হার্টস লোকেশন এবং মিলসফিল্ড।
এখন চলছে যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে ভোট।

LEAVE A REPLY