ক্রিকেটকে বিদায় জানালেন রবিন পিটারসন

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবিন পিটারসন সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ।

বুধবার এমন ঘোষণা দেন তিনি।

এ ব্যাপারে পিটারসন বলেন, মিশ্র অনুভূতি ও দুর্দান্ত স্মৃতি নিয়ে আমি পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এটি অবিশ্বাস্য এক পথচলা ছিল। দীর্ঘ এই পথচলায় অনেকেই আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন। আমার বিশেষ স্মৃতিগুলো গড়তে সাহায্য করায় প্রথমেই আমার সকল সতীর্থ, কোচদের ধন্যবাদ দিচ্ছি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০২ সালে ওয়ানডে অভিষেক হয় পিটারসনের। এরপর ২০০৩ সালে টেস্ট ও ২০০৬ সালে টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এরপর দেশের জার্সি গায়ে ১৫টি টেস্ট, ৭৯টি ওয়ানডে ও ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন পিটারসন। টেস্টে ৪৬৪ রান ও ৩৮ উইকেট, ওয়ানডেতে ৫৫৬ রান ও ৭৫ উইকেট এবং টি-২০তে ১২৪ রান ও ২৪ উইকেট শিকার করেন তিনি।

LEAVE A REPLY