মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেগম খালেদা জিয়া এ অভিনন্দন জানান বলে নিশ্চিত করেছেন তার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকানকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
এ বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আরো মজবুত করবে এবং সে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চার পথ সুগম করবে ডোনাল্ড ট্রাম্পের এই অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়।