আন্তর্জাতিক ডেস্ক:
হিলারি নাকি ট্রাম্প –এই প্রশ্নে গত কয়েক মাস ধরেই আলোড়িত গোটা বিশ্ব। এই মুহূর্তে চলছে সেই মহাযুদ্ধের ভোটগণনা। আর সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
হিলারি নাকি ট্রাম্প –এই প্রশ্নে গত কয়েক মাস ধরেই আলোড়িত গোটা বিশ্ব। এই মুহূর্তে চলছে সেই মহাযুদ্ধের ভোটগণনা। আর সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টির মধ্যে ৩৪টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে হিলারি পেয়েছেন ১৯০টি ইলেক্টোরাল ভোট, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৮৭টি ইলেক্টোরাল ভোট। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
তবে সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৮৬টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ১৯০টি ইলেক্টোরাল ভোট।
ভার্জেনিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউজার্সি, ডিসি, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ডেলাওয়ারে, ইলিনয়, কানেটিকাট ও রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।
অন্যদিকে, ওহিও, আলাবামা, কেনটাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, কানসাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেনিসি, ওকলাহোমা, ওয়াইওমিং, নেব্রাস্কা, আরকানসাস, লুইজিয়ানা অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।