আন্তর্জাতিক ডেস্ক: লম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক ভূমিধসে ৯ জনের প্রাণহানি ঘটে। জরুরি সংস্থাগুলো একথা জানিয়েছে।
জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, গ্রামীণ শহর এল তাম্বোতে ভূমিধসে মোট ৯ জনের প্রাণহানি ও ৩ জন আহত হয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধস হল। এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
কলম্বিয়ার উত্তরাঞ্চলে দুই সপ্তাহ আগে আরেকটি ভূমিধসে ১০ জন প্রাণ হারায়।