রংপুরে হত্যার মামলায় হাসেন আলী নামে একজনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।যাবজ্জীবন প্রাপ্তরা হলেন হানিফ, রাজু মিয়া, রেহেনা, ছালাম ও শহীদুল।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে রংপুরের পীরগাছার ছোট ঝিনিয়া গ্রামের বৃদ্ধ আবুল কাসেমের পুকুরপাড়ে মাটি কাটছিলেন প্রতিবেশী হাসেন আলী। যাতে বাধা দেওয়ায় ২৪ জুন বিকেলে হাসান আলীসহ তার লোকজন বৃদ্ধ আবুল কাসেমকে পিটিয়ে আহত করেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।