শিক্ষকমাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে -জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম

নিজস্ব প্রতিনিধি, জাবি:
শিক্ষকমাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে। কারণ শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেডাগজি এন্ড মেটাকগনিশিভ টুলস্ এন্ড টেকনিকস্ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব কথা বলেন। একাডেমিক মান উন্নয়নে আইকিউএসি’র ভূমিকার প্রশংসা করে তিনি আরো বলেন, প্রশিক্ষণ অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আইকিউএসি’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. মাহবুব আহসান খান।

LEAVE A REPLY