তেমন বড় কোনো তারকা না থাকায় এবারের বিপিএলের সবচেয়ে দূর্বল দল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। বড় তারকা বলতে আছেন রিকি ওয়েলেস, জুনায়েদ খান ও কেভন কুপার।
তবে প্রথম ম্যাচে কেভন কুপারকে পায়নি দলটি। প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষেও ভালো সংগ্রহ পায়নি খুলনা। ২০ ওভারে মাত্র ১৩৩ রান করেছে দলটি। রাজশাহী কিংসের আবুল হাসান রাজু ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট।
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন খুলনার দুই ওপেনার নিকোলা পুরান ও আবদুল মজিদ। দলীয় ১৮ রানে মেহেদী হাসান মিরাজের বলে পুরান বোল্ড হলে রিকি ওয়েলসেকে নিয়ে রানের চাকা সচল রাখেন আবদুল মজিদ।
প্রথম ৯ ওভারে এক উইকেটে ৫৮ রান সংগ্রহ করে খুলনা। এরপরই ভেঙে পড়ে খুলনার ব্যাটিং মেরুদন্ড।
৬৫ রানে আউট হয়ে ফিরে যান রিকি। এরপরের ওভারে আবদুল মজিদকে ফিরিয়ে দেন সামিত প্যাটেল। দলীয় ৭২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরেন শুভাগত হোম।
মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য চেষ্টা করেছিলেন। তবে ২১ বলে ৩২ রানের বেশি করতে পারেননি তিনিও। শেষ পয়ন্ত নির্ধারিত ২০ ওভারে রান করে খুলনা টাইটান্স।