আন্তর্জাতিক ডেস্ক:
পানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগামী সপ্তাহে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নির্বাচনে ধনকুবের ট্রাম্পের অপ্রত্যাশিত বড় ধরনের জয়ের পর এ দুই নেতার মধ্যে টেলিফোনে কথা বলা শেষে অ্যাবের এ সফরের ঘোষণা এলো। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, অ্যাবে এবং ট্রাম্প প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাব্য তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলনের জন্য পেরুর উদ্দেশে রওনা দেয়ার আগ মুহূর্তে তাদের মধ্যে একথা হয়।
নির্বাচনী প্রচরণাকালে ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতার বিনিময়ে ব্যয় আরো বাড়ানোর কথা বলায় জাপান বিস্মিত হয়।
এমনকি তিনি বলেন, জাপান চাইলে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে প্রতিরোধে পারমানবিক ক্ষমতাধর দেশ হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনের নিন্দা জানানো এবং জাতিসংঘের অবরোধ আরোপ সত্ত্বেও পিয়ংইয়ং বারবার পারমানবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উল্লেখ্য, বুধবার ট্রাম্পের বিজয়ের পরপরই অ্যাবে তাকে অভিনন্দন জানান। এসময় তিনি জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন।