আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০ টায় তিনি গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে বিশেষ আদালতের উদ্দেশ্যে রওনা দেবেন।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, বকশিবাজার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অন্য তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।

অপরদিকে, ২০০৮ সালে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ দুটি মামলাই বর্তমানে ওই বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। সূত্র: যুগান্তর

LEAVE A REPLY