সোসাইটিনিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৪৫) নামে এক বাসচালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক মজিবুর রহমান। বাসে চালকের আসনের সামনে থাকা ক্যাসেট প্লেয়ার বক্সে তিনি ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।