বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জায় খুলনা টাইটান্স

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো খুলনা টাইটান্স। চতুর্থ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। শহীদ আফ্রিদি এবং আরাফাত সানির স্পিন জাদুতেই এই লজ্জার রেকর্ড গড়তে হল খুলনাকে।

এর আগের সর্বনিম্ন স্কোর ছিল সিলেট সুপারস্টার্সের। গত বিপিএলে এই রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল সিলেট।

বৃহস্পতিবার মিরপুরে টসে জয়লাভ করেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাইম ইসলাম। টস জিতে তিনি খুলনাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।

ব্যাটিংয়ে এসে নিকোলাস পুরান কোনো রান না করেই সোহাগ গাজির শিকারে পরিণত হন। এরপর ব্যক্তিগত ৬ রান করে রান আউট হন আব্দুল মজিদ।

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও ভালো করতে পারেননি ১ রান করে গ্লেসনের শিকার হন। এরপর রিকি ওয়েসেলস ৫ রান করে আফ্রিদির শিকারে পরিণত হন। পরের বলেই অলক কাপালিকে ০ রানে সাজঘরে ফেরত পাঠান আফ্রিদি।

আফ্রিদির তৃতীয় শিকার শুভাগত হোম। তিনি ১২ রান করে আফ্রিদির বলে বোল্ড হন। আরিফুল হককে ৭ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরাফাত সানি। সানির দ্বিতীয় শিকার জুনায়েদ খান।

আফ্রিদির চতুর্থ শিকার নুর আলম। তিনি মাত্র ৮ রান করেন। খুলনার শেষ উইকেটটি তুলে নেন আরাফাত সানি। আসগারেক সরাসরি বোল্ড করেন তিনি। মাত্র ১০.৪ ওভার খেলে ৪৪ রান করে অলআউট হয় খুলনা টাইটান্স।

LEAVE A REPLY